• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন, বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

প্রকাশিত: ১৪:৪৭, ২৯ জুলাই ২০২৩

আপডেট: ১৪:৪৭, ২৯ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন, বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

ফাইল ছবি

চট্টগ্রাম-১০ আসনের রবিবার (৩০ জুলাই) অনুষ্ঠিতব্য উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম থেকে পুলিশি নিরাপত্তায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী।
 
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫৬টি কেন্দ্রের ১২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫৬টি কেন্দ্রে বসানো হয়েছে ১ হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোতায়েন থাকবে চার প্লাটুন বিজিবিও। এ নির্বাচনে ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন । এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার। 

চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্রপ্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2