ঝুঁকিতে মেরিন ড্রাইভের হিমছড়িসহ আরও কয়েক স্থান

ফাইল ছবি
সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, গত দু-তিন ধরে জোয়ারের পানি বেড়ে রাত-দিন উপকূলে আঁছড়ে পড়ছে। এতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
পুর্ণিমার জোয়ারের পানি অস্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ২-৩ দিন ধরে টেকনাফের মুন্ডার ডেইল ও ক্ষুরের মুখ এলাকায় দুই কিলোমিটার সড়কে ৪টি বড় ভাঙন সৃষ্টি হয়েছে। পশ্চিম মুন্ডার ডেইল এলাকায় সড়কে প্রায় ১৫০ মিটার ভেঙে গেছে। ঝুঁকিতে মেরিন ড্রাইভের হিমছড়ি, ইনানীর পাটুয়ারটেক ও টেকনাফ অংশের কয়েকটি স্থান। শঙ্কায় প্রায় দুই হাজার পরিবার ।
অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ ভাঙন বলে মনে করেন স্থানীয়রা।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি ইউনিট ভাঙন ঠেকাতে সড়ক মেরামতে কাজ করছে।
টেকসই ভাঙনরোধ ব্যবস্থাপনায় সমুদ্র ও পরিবেশ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।
মেরিন সড়কটি কক্সবাজারের পর্যটনে এনেছে নতুন গতি, এটি রক্ষা ও ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিতে সরকারের শীর্ষমহলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
বিভি/টিটি
মন্তব্য করুন: