• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে পাহাড় ধসে ৭ মাসের মেয়ে ও বাবা নিহত

প্রকাশিত: ১০:৩৬, ২৭ আগস্ট ২০২৩

আপডেট: ১০:৪৮, ২৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে পাহাড় ধসে ৭ মাসের মেয়ে ও বাবা নিহত

চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। মেয়েটির বয়স ৭ মাস।

সাত সকালে পাহাড় ধসে ৭ মাসের মেয়ে ও বাবা নিহত

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডাব্লিউ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
নিহতরা হলেন স্থানীয় কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) এবং তার শিশু সন্তান বিবি জান্নাত।
 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আই ডাব্লিউ কলোনির একটি বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে চারজন হতাহত হন।
 
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনের চিকিৎসা চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2