• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুই ঘণ্টার মাছের হাটে লেনদেন অর্ধকোটি টাকা

কে এম শাহাদাত হোসেন, পটুয়াখালী

প্রকাশিত: ১৩:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৫:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
দুই ঘণ্টার মাছের হাটে লেনদেন অর্ধকোটি টাকা

ফাইল ছবি

ভোরের আলো ফোটার আগেই নদীর তীরে নৌকা বোঝাই করে সমুদ্রের মোহনা থেকে তরতাজা মাছ নিয়ে আসেন বিক্রেতারা। হালিতে ইলিশ বিক্রির বাজার বসে পটুয়াখালীর গলাচিপায়। ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টার এ বাজারে বেচা কেনা হয় অন্য মাছও। লেনদেন হয় প্রায় অর্ধ কোটি টাকা। 

দাম ভালো পেয়ে খুশি জেলেরা। আর কম দামে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারাও।পটুয়াখালীর গলাচিপার পাইকারি এ বাজারে হালিতে বিক্রি হয় বিভিন্ন সাইজের ইলিশ। এছাড়া, কোরাল, আইড়, পাঙ্গাস, কাতল, বোয়াল, পোমা, চিংড়িসহ নানা জাতের মাছ বিক্রি হয় কেজিতে। জেলেদের জালে বিপুল মাছ ধরা পড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

নদী ও সমুদ্রের মোহনায় দিন রাত মাছ ধরে পরের দিন খুব সকালে বিক্রি করেন অড়তদারদের কাছে। পাইকাররা সেই মাছ বিক্রি করেন জেলার বিভিন্ন জায়গায়। প্রতিদিন প্রচুর মাছ আসে এ বাজারে। জেলেসহ ব্যবসায়ীরা বলছেন মাছের ন্যায্য মূল্য পান তারা।

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2