• NEWS PORTAL

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে ফার্মেসিতে তদারকি অভিযান 

প্রকাশিত: ১৭:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে ফার্মেসিতে তদারকি অভিযান 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফার্মেসিগুলোতে যৌথভাবে তদারকি অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ, ওষুধ প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালের সামনে এ অভিযানের নেতৃত্ব দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন। 

ডেঙ্গু রোগীদের কাছ থেকে স্যালাইনের সংকট দেখিয়ে বাড়তি দাম নেয়া হচ্ছে এমন অভিযোগে স্বাস্থ্য বিভাগ এ তদারকি অভিযান চালায়। তবে এসময় এমন অভিযোগের কোনো প্রমাণ পায়নি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। স্যালাইনের সরবরাহ বাজারে পর্যাপ্ত রয়েছে বলেও জানান তারা। এসময় ওষুধ ব্যবসায়ীদের বিক্রয় রশিদ সংরক্ষণ ও ন্যায্য দামে ওষুধ বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন: