কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ছবি: সংগৃহিত
দেশের উত্তরের সর্বশেষ জেলা কুড়িগ্রামে ১৯৬৭ সালে স্থাপিত ঐতিহ্যবাহী কুড়িগ্রাম প্রেসক্লাবের দোতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাইদুল আরীফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড.ফরিদুল ইসলাম, পুলিশ সুপার আসাদ আল মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
বিভি/এমআর
মন্তব্য করুন: