প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী

চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো আনা হয়েছে জলহস্তী। প্রাণী বিনিময় এর আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে ঢাকা চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাদাদাত হোসেন শুভ জানান, গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে এক জোড়া জলহস্তীর মধ্যে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী (বয়স ১২ বছর) চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে। বাকি জলহস্তীটি আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌঁছাবে।
চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন পর্যন্ত মোট ৬৮ প্রজাতির পশু-পাখি রয়েছে। চলতি বছর ১৬ মার্চ চট্টগ্রাম আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ। একই সময় আনা হয় চার জোড়া ওয়াইল্ড বিস্ট। এসব প্রাণীর পাশাপাশি ক্যাঙ্গারু ও লামা আমদানি করা হয়। জলহস্তী যুক্ত হওয়ার পর চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা দাঁড়াবে ৬২০টিতে।
বিভি/রিসি
মন্তব্য করুন: