• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উত্তাল শাহবাগ, আজ গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান

প্রকাশিত: ১৩:৩০, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
উত্তাল শাহবাগ, আজ গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। রবিবার (১১ মে) সকালে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গণঅভ্যুত্থানে আহতরা বলেন, তারা কোন রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন না করলেও ‘জুলাই সনদ’কে হারিয়ে যেতে দিতে চান না। আহতরা বলছেন, তাদের জীবন থাকতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন কোনভাবেই মেনে নেওয়া হবে না।

তারা আওয়ামী লীগকে ‘ভারতের রাজাকার’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া রাজপথ ছাড়বেন না। এছাড়া গণঅভ্যুত্থানে আহতরা দাবি করেন, রাজপথে অবস্থানকালেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসাও জরুরি বলে তারা জানান।  

বিভি/পিএইচ

মন্তব্য করুন: