• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাঘাইছড়িতে ২২ কোটি টাকার ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বাঘাইছড়িতে ২২ কোটি টাকার ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

পাহাড়ে আঞ্চলিক দলগুলোর আন্তরিকতা থাকলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন আরো গতিশীল হতো বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার খুবই আন্তরিক। কিন্তু পার্বত্য অঞ্চলের প্রতিটি উন্নয়ন কাজ করতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এতে উন্নয়নের কাজ ধীরগতিতে এগিয়ে চলছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার অডিটোরিয়ামে সম্মুখে ২২ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের কাজের ফলক উন্মোচন অনুুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

উন্নোয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠান

প্রকল্পগুলো হচ্ছে ৭ কোটি টাকা ব্যায়ে উপজেলা হতে উগলছড়ি ভায়া বটতলী বাজার রোড, ৫০ লক্ষ টাকা ব্যায়ে বাঘাইছড়ি উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ, ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে মাহিল্যা বাজার শেড নির্মান, ৫০ লক্ষ টাকা ব্যায়ে মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ, ১১ কোটি টাকা ব্যায়ে মারিশ্যা বাজার জিসি-দুরছড়ি বাজার রাস্তা উন্নয়ন, ৫০ লক্ষ টাকা ব্যায়ে পতেঙ্গাছড়া ভুপেন্দ্রলাল কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে অনুদান ও বন্যার পানিতে ডুবে নিহত ৪ শিশুর পরিবারের মাঝে ৫ লাখ ৪০ হাজার নগদ অর্থ প্রদান করা হয়। 

বিভি/এনডি/এজেড

মন্তব্য করুন: