• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভোলা-৩: নৌকার নতুন মাঝি চায় তৃণমূল আ.লীগের নেতাকর্মীরা

প্রকাশিত: ১৫:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভোলা-৩: নৌকার নতুন মাঝি চায় তৃণমূল আ.লীগের নেতাকর্মীরা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বইছে নির্বাচনী হাওয়া। পাড়া-মহল্লায় তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থীরা। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। 

আগামী নির্বাচনে ভোলা-৩ আসনটি ধরে রাখতে আওয়ামী লীগ বদ্ধপরিকর হলেও বিরোধী প্রার্থীরা তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। এদিকে সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে ভোটারদের দ্বারস্থ হচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। 

তৃণমূল আওয়ামী লীগ নেতা-কর্মীরা মনে করছেন, ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থীর প্রয়োজন। এমন প্রার্থী হতে হবে, যিনি দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। এই আসনের বিভিন্ন নেতাকর্মীদের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের নাম জোরেশোরেই শোনা যাচ্ছে।

এদিকে ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থনে লালমোহন ও তজুমদ্দিনের অলি-গলিতে  প্রতিদিন শোনা যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল-স্লোগান। ইঞ্জিনিয়ার আবু নোমানকে নিয়ে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতাও দেখা দিয়েছে।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: