২ দিনের সফরে খাগড়াছড়ি যাচ্ছেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদ দুইদিনের খাগড়াছড়ি সফরে যাচ্ছেন। আগামীকাল শনিবার (৩০সেপ্টেম্বর) খাগড়াছড়ি যাবেন তিনি।
বাংলাদেশ স্কাউটস'র সহকারী পরিচালক (অ্যাডাল্ট রিসোর্সেস) ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি প্রটোকল অফিসার মোঃ ইকবাল হাসান স্বাক্ষরিত ভ্রমনসূচিতে এই তথ্য জানান, ‘তিনি দুইদিনের সফরের প্রথমদিন খাগড়াছড়ি জেলা স্কাউট ও জেলা রোভার’র নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।’
১লা অক্টোবর তিনি স্থানীয় একটি ভূমি অফিস পরিদর্শনসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করবেন।
বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার' সম্পাদক মোঃ দুলাল হোসেন জানান, ‘মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ স্কাউটস এর সভাপতি হিসেবে এটিই খাগড়াছড়িতে প্রথম সফর।’
তার সফরের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা স্কাউট এবং জেলা রোভার এর কার্যক্রম আরো গতিশীলতা বৃদ্ধি পাবে এবং খাগড়াছড়ি জেলা স্কাউট এবং জেলা রোভার এর জন্য এটি মাইল ফলক হয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/এইচএমপি/এজেড
মন্তব্য করুন: