• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রিকশার ব্যাটারি চুরির মামলা তিন ছাত্রদল নেতা আটক!

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৮ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রিকশার ব্যাটারি চুরির মামলা তিন ছাত্রদল নেতা আটক!

খাগড়াছড়ির পানছড়িতে তিন ছাত্রদল নেতা আটক হয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তাদের কথিত অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় আটক করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখোনো হয় রাজনৈতিক সহিংসতার একাধিক মামলায়।

আটককৃতরা হচ্ছে, পানছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আল দিদার, পানছড়ি সদর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো: আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম। 

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন বলেন, শুক্রবার রাতে প্রথমে পানছড়ি সদর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো: আবুল কাশেম ও সাধারন সম্পাদক মো: ইব্রাহিমকে আটক করে পুলিশ। পরে তাদের মোবাইল থেকে ফোন দিয়ে অবস্থান নিশ্চিত করে পানছড়ি উপজেলা ছাত্রদলে আহবায়ক দিদারুল আলমকে ডেকে এনে আটক করা হয়। তবে পুলিশ বলছে তাদের অটোরিকশার ব্যাটারি চুরিসহ রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম গায়েবী মামলায় পানছড়িতে ছাত্রদলের তিন নেতাকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরও খাগড়াছড়ির প্রশাসন সরকারের আজ্ঞাবহ হয়ে বিএনপিসহ তার অংগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারসহ নিপিড়ন-নির্যাতন চালাচ্ছে। গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে পুলিশসহ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে তিন ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। তিনি তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। পর্যালোচনা করে দেখা গেছে তারা রাজনৈতিক সহিংসতা ও নাশকতার মামলার আসামি। 

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন: