হরতালের প্রথম দিনে রাজধানীতে ভোগান্তিতে কর্মস্থলগামী জনসাধারণ
ফাইল ছবি
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজধানীতে স্বাভাবিক দিনের তুলনায় কম যানবাহন চলাচল করছে।
রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নগরিতে গণপরিবহন কম চলছে। প্রধান সড়কে রিকশায় অথবা হেটে কর্মস্থলে যেতে দেখা গেছে অনেককে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আজও তালাবদ্ধ রয়েছে। দলের কোনো নেতা-কর্মীকে কার্যালয়ের আশপাশে দেখা যায়নি। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে নয়াপল্টন এলাকায়। এদিকে হরতাল সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ধানমন্ডি সিটি কলেজ এলাকায় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টুসহ কেন্দ্রী কমিটির সদস্যরা মিছিল করেন। হরতাল সফল করতে সকালে গ্রীনরোডে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীসহ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় তারা তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
বিভি/টিটি
মন্তব্য করুন: