কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ঝুট কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি ঝুট প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার (৯ ডিসেম্বর) পৌণে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এদিকে গতরাত ১০টার দিকে নগরীর বক্সিরহাট এলাকায় আনসার ক্লাবের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনেরর সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এ ঘটনায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
বিভি/টিটি
মন্তব্য করুন: