দক্ষিণে মশা নিয়ন্ত্রণে, এ বছর জলাবদ্ধতাও হবে না আশ্বাস মেয়রের
ফাইল ছবি
মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর বাংলামোটর এলাকার পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র তাপস। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে জনবলের কোনো সঙ্কট নেই।
যেসব কর্মী দায়িত্বে অবহেলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই মাসের মধ্যেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করে নান্দনিক একটি পার্ক ঢাকাবাসীকে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন মেয়র তাপস। বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে আগাম উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
বিভি/রিসি
মন্তব্য করুন: