• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাত্রদের বাসে আগুন দেয়ার প্রতিবাদে ৪৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘট

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:৩৪, ২৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ছাত্রদের বাসে আগুন দেয়ার প্রতিবাদে ৪৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘট

ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চুয়েটে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গণপরিবহনে আগুন, পুলিশের হয়রানি, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধসহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে রবিবার (২৮ এপ্রিল) ভোর ৬ টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামে পরিবহণ ধর্মঘট ঘোষণা করেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের কদমতলী আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। সভা শেষে  কর্মসূচী ঘোষণা করেন সংগঠনের আহবায়ক মনজুরুল আলম চৌধুরী মনজু।

এসময় গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা কফিল উদ্দিন, মোঃ মুছা, মোঃ নুরুল আবছার, শওকত আলম, মনছুর আলম, ফারুক খান ও মৃনাল কান্তি বক্তব্য রাখেন।

বক্তারা বৃহত্তর চট্টগ্রামের সকল সড়ক ও মহাসড়ক থোকে অবৈধ যান বন্ধ করা, চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের ক্ষতিপূরণের দাবী জানান।

এছাড়া বিভিন্ন গণপরিবহনে যখন তখন হামলা, আগুন, সড়কে পুলিশের হয়রানী, শ্রমিকদের গ্রেফতার, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধসহ শ্রমিকদের নিরাপত্তার দাবী জানান। গত সোমবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকেৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহতের ঘটনায় বিক্ষুব্ধ চুয়েট শিক্ষার্থীরা ওই রুটে চলাচলকারী দুটি বাসে আগুন দেয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2