জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আহতদের মাঝে অর্থ সহায়তা প্রদান

ফাইল ছবি
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামে আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১১৩ জনকে এক লাখ টাকা করে এক কোটি ১৩ লাখ টাকার সহায়তা চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সিইও মীর মোহাম্মদ স্নিগ্ধ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত ও শহিদ পরিবারের সদস্যদের চিকিৎসা, চাকুরীসহ পুনর্বাসনের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান বক্তারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: