• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেফতার 

প্রকাশিত: ১০:১২, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেফতার 

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তা (পার্সোনাল অফিসার) এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ মে) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রাত ১০টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও পথচারীরা মিজানকে আটক করে নিউমার্কেট থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। 

পুলিশ কর্মকর্তা মোহসীন বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: