• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিলের দাবি

প্রকাশিত: ১৬:৫২, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিলের দাবি

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক কল্যাণ পরিষদ। বুধবার (৭ মে) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন তারা বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে-  মাসিক বেতন প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা। উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অতিরিক্ত কাজের ভাতা, চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান করা। ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি ও বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা। অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং তাদের বকেয়া বেতন পরিশোধ করা।

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি বলেন, সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিকদের জন্য বয়সের বাধা শিথিল করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করা উচিত।

তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ pandemic চলাকালীন দৈনিক ভিত্তিতে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে সেবা দিয়েছেন। লকডাউনের সময় বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ এবং সরকারি হাসপাতালসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখতে তারা মুখ্য ভূমিকা পালন করেছেন। তবে পরিতাপের বিষয়, করোনা পরবর্তীকালে সরকার ঘোষিত প্রণোদনা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে দীর্ঘ ১৫-২০ বছর ধরে তারা নানা ধরনের হয়রানি, বঞ্চনা, শোষণ ও বৈষম্যের শিকার হয়েছেন। তারা উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন গত ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলেও, তার আগেই ১৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা-৩ থেকে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা জারি করা হয়।

তিনি আরও বলেন, এই নতুন নীতিমালায় দৈনিক ভিত্তিতে কর্মরত কর্মচারীদের আগের নীতিমালার অধীনে প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যা মূল নীতিমালার সঙ্গে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ। সম্মেলনে মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. বোরহান উদ্দিন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: