‘নিষিদ্ধ ঘোষিত দল অপরাধ করলে কঠোরভাবে দমন করা হবে’

পুলিশের ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠন কোন ধরনের অপরাধ করলে কঠোরভাবে দমন করা হবে। পুলিশের কোন কর্মকর্তা বা অন্য সদস্য চাঁদাবাজি বা অপরাধ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোন ধরনের ছাড় পাবে না।
রবিবার (১১ মে) সকালে সেগুনবাগিচার ঢাকা রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, সরাসরি তার সাথে কথা বলতে পারবেন ভুক্তভোগীরা। জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল। ঢাকার প্রতিটি থানা জনগণকে সেবাদানের রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রেজাউল করিম বলেন, ঢাকার প্রতিটি থানা, ফাঁড়ি, জেলা পুলিশ সার্কেল অফিসসহ পুলিশের সব কার্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। রেঞ্জের ৯৮টি থানার সেবা মনিটরিং নিজেই তদারকি করবেন বলে জানান তিনি। ঢাকার সব থানা হবে জনগণের বলেও উল্লেখ করেন।
এসময় রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: