ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

প্রতীকী ছবি
বাস চাপায় রংপুরের কাউনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকালে মোটরসাইকেলে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। মোটরসাইকেলে কাউনিয়া যাওয়ার পথে একটি বাস তাদের চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী রোজিনা বেগম, মেয়ে আফসানা আক্তার ও দুই বছরের শিশু রহমত আলী। মোটরসাইকেলের চালক বাবা আশরাফুল ইসলামের অবস্থাও গুরুতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা হয়েছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: