• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাহাড়কে ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ১২ মে ২০২৫

আপডেট: ১৬:১০, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
পাহাড়কে ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ‘তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব’ দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে সোমবার (১২ মে) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাঙ্গামাটি জেলায়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সোমবার (১২ মে) সকালে রাঙ্গামাটি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)'র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

পিসিসিপি’র সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে গভীর সংকটের মধ্যে রয়েছে, তা আর কোনও অবস্থাতেই অস্বীকার করা সম্ভব নয়। বিশেষত, আলী রীয়াজের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর সঙ্গে শনিবার (১০ মে)  আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আলোচনার পর, পুরো পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। 

সমাবেশে বক্তারা দেশের অখন্ডতা পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে অবিলম্বে নিষিদ্ধ করা ও ইউপিডিএফের অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার দাবি জানান। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করা না হলে তিন পার্বত্য জেলার শান্তিকামী মানুষকে নিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার কথাও বলেন তারা।
 

বিভি/এমআর

মন্তব্য করুন: