শাহবাগে পুলিশের লাঠিচার্জ, শহীদ মিনারে ফিরেছেন আন্দোলনকারীরা

রাজধানীর শাহবাগে দিনভর আন্দোলনকারী ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর শেষ পর্যন্ত লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করতে দেখা যায়। পরে, দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশের লাঠিচার্জে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত অবরোধ ছাড়বেন না। তাদের দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমান দিতে হবে। এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নিয়ে আলটিমেটাম দেন। তবে আলটিমেটামে সরকারের পক্ষ থেকে কেনো সাড়া না মেলায় শাহবাগ অবরোধ করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: