এনবিআর কার্যালয়ে দ্বিতীয় দিনেও কলম বিরতি

রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে কলম বিরতি কর্মসূচি।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ওই কলম বিরতি কর্মসূচি পালিত করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে রয়েছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে, রাজস্ব ব্যবস্থার সংস্কারে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীর মতামত গ্রহণ করা হয়নি। অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে।
এর আগে গত ১৩ মে আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’র ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা এই কলম বিরতির ঘোষণা দেন। দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্দোলনরতরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: