• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে আহত ৫

প্রকাশিত: ০৮:৩৫, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে আহত ৫

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে আয়োজিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মো. জুয়েল নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত জুয়েলের আত্মীয় জানান, গত ১৫ মে থেকে বৃক্ষমেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। শুক্রবার রাতে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে বিস্ফোরিত হয়। এতে তিনিসহ আশপাশে থাকা পাঁচজন আহত হন। অপর চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মো. জুয়েলকে হাসপাতালে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে বলে ধারণা করা হচ্ছে। সেটি বিস্ফোরিত হয়ে চার-পাঁচ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: