রায়পুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক রফিক ও কোষাধ্যক্ষ বিনা

ছবি: বা থেকে সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, কোষাধ্যক্ষ বিনা আক্তার ও সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক ও কোষাধ্যক্ষ পদে বিনা আক্তার নির্বাচিত হয়েছেন। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাসুদ রানার পরামর্শক্রমে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের নির্বাহী উপদেষ্টা জয়নুল আবেদিন, মোছলেহ উদ্দিন বাচ্চু, মো. ফারুক মিয়া, মো. মোস্তফা খান ও মো. বশির আহমেদ মোল্লা, উপদেষ্টা ইফতেখার ভূঁইয়া ইতু ও রায়পুরা পৌরসভার বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এস এম শরীফ মিয়া, সহ সভাপতি ফরিদ মিয়া ও তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ, সহ সাধারণ সম্পাদক একেএম সেলিম ও হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক মো. শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাহবুবুল আলম লিটন, মাজেদুল ইসলাম, রুস্তম মিয়া ও ফাহিম আহমেদ খান।
নবগঠিত রায়পুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
বিভি/এমআর
মন্তব্য করুন: