• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, কমলাপুর রেলস্টেশনে ভিড়

প্রকাশিত: ১১:০০, ১০ জুন ২০২৫

ফন্ট সাইজ
ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, কমলাপুর রেলস্টেশনে ভিড়

ঈদের চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়। তবে ঢাকা ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো। 

মঙ্গলবার (১০ জুন) সকাল থেকে কমলাপুল রেলস্টেশনে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে দেখা যায় কর্মজীবী মানুষকে। তবে এ সংখ্য বেশি নয়। লম্বা ছুটি থাকায় অনেকেই ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন, কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। আবার কেউ কেউ একটু স্বস্তিকর যাত্রার জন্য একটু আগেই ট্রেনে ফিরছেন। কমলাপুরে তাই দুই ধরনের যাত্রীদেরই ভিড়ই দেখা গেছে। 

আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করায় ঈদের পরে ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনও এ বিষয়ে সচেতন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী, মাস্ক পরেননি বেশিরভাগই। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2