বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই ঘন্টা বন্ধ রানওয়ে

সৌদি আরবের মদিনা থেকে আগত একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘন্টা বন্ধ ছিলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। শনিবার (৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তপক্ষ জানায়, মদিনা থেকে হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG138 ফ্লাইটটি শনিবার সকাল সাড়ে নয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১:২০ এ রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে যাওয়া হয়। এর ফলে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিলো। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সরিয়ে নেওয়ার পর আবারো সচল হয় চট্টগ্রাম রানওয়ে।
বিভি/এসজি
মন্তব্য করুন: