১ ঘণ্টার চেষ্টায় সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ এর দিকে সেনা কল্যাণ ভবনের ১৯ তলায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনে আটকে পড়া একজন সিকিউরিটি গার্ড আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ধোঁয়ায় আটকে পড়ে অসুস্থ হয়ে পড়েন। এই ভবনে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের প্রধান কার্যালয় রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতর ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট।
বিভি/এসজি
মন্তব্য করুন: