উত্তরায় বিমান বিধ্বস্তের পঞ্চম দিন আজ

উত্তররার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের পঞ্চম দিন আজ। তবুও উৎসুক জনতা ভিড় জমাচ্ছে মাইলস্টোন স্কুলের প্রধান ফটকের সামনে।
দূরদূরান্ত থেকে মানুষ আসছে। গতকাল (বৃহস্পতিবার) কাউকে ঢুকতে দেয়া না হলেও আজ সকাল থেকে দফায় দফায় ক্যাম্পাসে প্রবেশ করার সুযোগ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষ সচক্ষে দেখে অনেকেই নির্বাক। চোখেমুখে বিষাদের ছায়া।
তবে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি গণমাধ্যমকর্মীদের। বাদ জুম্মা উত্তরার আশপাশে প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আংশিকভাবে রবিবার থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: