• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় যোগ দিলো চীনা বিশেষজ্ঞ দল

প্রকাশিত: ১৪:৪০, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৪১, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এবার মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় যোগ দিলো চীনা বিশেষজ্ঞ দল

ছবি: ঢাকায় চীনা বিশেষজ্ঞ দল

এবার উত্তরার মাইলস্টোনস্কেুল অ্যান্ড কলেজে দগ্ধ হওয়াদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে চীনা বিশেষজ্ঞ দল। গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪২ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরই চিকিৎসা সহায়তা দিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় এসেছেন পাঁচ সদস্যের এক চীনা চিকিৎসক দল। 

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন চীনা বিশেষজ্ঞ দল। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে, চিকিৎসা পরামর্শ দেবেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসা দেবেন তারা। 

এদিকে হাসপাতাল চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। 

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দল। বিমানবন্দরে এই চিকিৎসক দলকে স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

উল্লেখ্য চীনের দূতাবাস জানিয়েছে, চিকিৎসা দলটি এসেছে দেশটির হুবেই প্রদেশেন উহান থার্ড হসপিটাল থেকে।

বিভি/এমআর

মন্তব্য করুন: