সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। চেক কার নামে তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি ডিএমপি।
সম-সাময়িক পরিস্থিতি নিয়ে ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ১৮৬ জন। রাজধানীতে প্রতিমাসে গড়ে ২০টি হত্যার ঘটনা ঘটছে। অন্যদিকে, বিশেষ সর্তকর্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সাবেক সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। গ্রেফতারের পর আসামিরা রিমান্ডে। দিচ্ছে গুরুতপূর্ণ তথ্য। তাদের দেওয়া তথ্যে উদ্ধার হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকার চেক।
ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদাবাজির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নেপথ্যে কোনো গডফাদার রয়েছে কিনা তাও খোঁজা হচ্ছে।
গেলো ২৪ ঘণ্টায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে ১৮৬ জন। আর রাজধানী ঢাকায় প্রতিমাসে গড়ে খুন হচ্ছে ২০জন। তারপরও পুলিশের দাবি- আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বিভি/এসজি
মন্তব্য করুন: