চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন সাতক্ষীরার পুলিশ সুপার

সাতক্ষীরার দেবহাটায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও ভুমিদস্যুতাসহ সকল অপরাধ প্রতিরোধে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা থানা পুলিশের আয়োজনে সোমবার বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার এসময় বলেন, জেলায় কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালান ও ভূমিদস্যু থাকবে না। জেলার মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না।
পুলিশ সুপার এসময়, দেশের জন্য যেসব ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের অবদানকে স্বীকার করে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার আহবান জানিয়ে আরো বলেন, দেবহাটার খলিসাখালীতে যারা বিশৃঙ্খলা করছে অবৈধভাবে জমি দখল করছে তাদের প্রতিরোধে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত করে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। পুলিশ সুপার এসময় সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা দেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো: হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, ঢাকা আহ্ছানিয়া পরিচালক ইকবাল মাসুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন প্রমুখ।
বিভি/এজেড
মন্তব্য করুন: