ঢাকা মৈত্রী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

ঢাকা মৈত্রী সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন এর উদ্যোগে মঙ্গলাবর (১২ আগস্ট) দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হলো পুরান ঢাকার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে।
ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং ঢাকা মৈত্রী সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেন।
সকাল ১০.৩০ মিনিটে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে দিনব্যাপী কর্মসূচীর সূচনা হয়। বৃক্ষরোপণে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যগণ।
রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।এ সময় স্কুলের শিক্ষক এবং সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয় বেলা ১২.১৫ মিনিটে। এ সময় স্কুলের কৃতী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সময়ের অপরাধ চক্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিনা খাতুন ইভা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোরসালিন বাবু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ আই জাভেদ।
দিনব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল আহমেদ, সহ সভাপতি মোমতাজুল হক লিটন, উদ্যোক্তা ও কর্মসংস্হান বিষয়ক সম্পাদক গুলশান আরা নীলা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাকিব আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডলি আক্তার, আইন সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা, সমাজ কল্যাণ সম্পাদক মো. কায়সার, সাধারণ সদস্য মোস্তফা সারোয়ার প্রমুখ।
বিভি/এআই
মন্তব্য করুন: