সমাজের জন্য কল্যাণকর কাজে ব্রতী হওয়ার আহ্বান ড. কামালের

নটরডেমিয়ানগণের মধ্যে ভাতৃত্ববোধ দৃঢ় করার মাধ্যমে সমাজের জন্য কল্যাণকর কাজে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন আইনজ্ঞ ড. কামাল হোসেন। শুক্রবার (২২ আগস্ট) ক্লাব নটরডেমিয়ান্স আয়োজিত নটরডেম কলেজের ১৯৫৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রদের পুর্ণমিলনী- লিগেসি নাইটে তিনি এ কথা বলেন।
কৃতি নটরডেমিয়ান ড. কামাল হোসেন বলেন, দেশ গঠনে যে ভূমিকা এরইমধ্যে প্রাক্তন নটরডেমিয়ানরা রেখেছেন আগামীতেও তার ধারা অব্যাহত রাখতে হবে। ভ্রাতৃবোধের যে শিক্ষা কলেজ জীবনে লাভ করেছেন পরবর্তি জীবনেও তা ধারবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ক্লাব নটরডেমিয়ান্সের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েতউল্লাহর সভাপতিত্বে লিগেসি নাইটে ফরচুন গ্রুপের চেয়ারম্যান আবু তাহের, অগ্রণী ব্যাংক চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার, ওয়ান ব্যাংক চেয়ারম্যান ও ক্লাবের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ খান বাদলসহ প্রাক্তন কৃতি নটরডেমিয়ানরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: