• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কালো টাকার মালিকরা মিডিয়া রেখেছে তাদের অপকর্ম জায়েজ করতে: মাহমুদুর রহমান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:১৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কালো টাকার মালিকরা মিডিয়া রেখেছে তাদের অপকর্ম জায়েজ করতে: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা কালো টাকার মালিক তারা একটি করে মিডিয়া রেখেছে তাদের অপকর্ম জায়েজ করার জন্য। সাংস্কৃতিক ফ্যাসিবাদি শক্তির আস্ফালন এখনো দেখতে পাচ্ছেন বলে তিনি বলেন এসব আমাদের ব্যর্থতা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা বিষয় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশীয় আভ্যন্তরীন ফ্যাসিবাদি শক্তি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দুই লড়াই একসাথে হয়েছে। হিন্দুত্ববাদী শক্তি মিডিয়ায় প্রবেশ করে মিডিয়াকে গ্রাস করেছে। দেড়যুগ সাংস্কৃতিক ফ্যাসিবাদ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে।

এসময় মাহমুদুর রহমান আরো বলেন, মিডিয়ার বড় অংশ ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে ১৫ বছর ধরে। সেই শক্তি এখনো নিঃশেষ হয় নাই। সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তি প্রতিবেশি রাষ্ট্রের স্বার্থে কাজ করেছে। ব্যক্তিস্বার্থে বয়ান তৈরি করে মিডিয়ার লোকজন। বিশেষ করে শ্যামল দত্ত হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা কোনদিন কল্পনা করা যায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: