কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্যোগে কার্ডিয়াক এরেষ্ট ও সিপিআর বিষয়ক কর্মশালা

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল "Learning to Save Lives" - Cardiac arrest & CPR awareness and training program নিয়মিত ভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছে।
এই ধারাবাহিকতায় সোমবার শহীদ আনোয়ার স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো "কার্ডিয়াক এরেষ্ট ও সিপিআর" বিষয়ক কর্মশালা ও হাতে কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ বাংলাদেশে মাত্র ২ ভাগ মানুষ কার্ডিয়াক এরেষ্ট ও সিপিআর সম্পর্কে জানেন। তাই হঠাৎ কেউ কার্ডিয়াক এরেষ্টে আক্রান্ত হলে চিকিৎসার অভাবে হাসপাতালের আনার আগেই মৃত্যুবরন করেন। কয়েকমাস আগেই ক্রিকেটার তামিম ইকবাল কার্ডিয়াক এরেষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তার ট্রেনার ডালিম যদি ৫ মিনিটের মধ্যে সিপিআর শুরু না করতেন তামিমকে বাচানো অসম্ভব ছিলো। ডালিম ২২ মিনিট সিপিআর দিতে দিতে হাসপাতালে নিয়ে আসেন, সেখানে এঞ্জিওগ্রাম ও ষ্ট্যান্টিং করে তামিমকে বাচিঁয়ে তুলেন। স্কুল কলেজের শিক্ষাক্রমে এই বিষয়ে ২/৩ পাতা অন্তর্ভুক্ত করলে দেশের অধিকাংশ মানুষ সচেতন হবেন। তাই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এই কার্যক্রম শুরু করেছে।
শহীদ আনোয়ার স্কুল ও কলেজের প্রিন্সিপাল কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদ এর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার ডা: সাইদুর রহমান এবং মুখ্য আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলে কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মহসীন আহমদ। দুই শতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী এই কর্মশালায় অংশ নেন এবং হাতে কলমে প্রশিক্ষণ নেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: