• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কে‌মি‌ক্যাল গুদা‌মে বিস্ফোরণ ও আগুন,ফায়ার সা‌র্ভিসের ৬ কর্মীসহ ৯জন দগ্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কে‌মি‌ক্যাল গুদা‌মে বিস্ফোরণ ও আগুন,ফায়ার সা‌র্ভিসের ৬ কর্মীসহ ৯জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় এক‌টি কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। ফায়ার সা‌র্ভি‌সের ৭ ইউনিট প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।  ত‌বে, আগুন লাগার কারণ ও ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি।

ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও ৫ জন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হন। এছাড়াও ওই গুদা‌মের আরও ৩ শ্রমিক আহত হন । দগ্ধ‌দের উদ্ধার করে ঢাকার মে‌ডি‌কেল ক‌লেজ  হাসপাতালের বার্ণ ইউনি‌টে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ঢাকা জোন-০৩ এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও ৫ জন ফায়ার ফাইটার দগ্ধ হন। এছাড়াও গুদামের কয়েক কর্মী দ্বগ্ধ হয়েছে। ত‌বে, আগু‌ন লাগার কারণ ও ক্ষ‌তির প‌রিমান এখনও জানা যায়‌নি । 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2