• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে 

প্রকাশিত: ২০:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে 

ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে অনেকের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ রেলওয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হচ্ছে। মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে মহোদয়ের আত্মীয় পরিচয় ও রেফারেন্স ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেয়া, বদলির ভীতি প্রদর্শন, চাকুরীর প্রলোভন বা বিভিন্ন প্রকারের তদবির করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এতে আরও বলা হয়, এছাড়া ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন কর্মকর্তা বা ঠিকাদার কর্তৃক একে অন্যের বিরুদ্ধে কর্মকর্তাদের নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ, কুৎসা রটনা এবং সংবাদ মাধ্যমে বানোয়াট সংবাদ পরিবেশন করছেন। এতে রেলওয়ের ভাবমুর্তি ক্ষুন্ন ও কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে। 

বিজ্ঞপ্তির শেষের দিকে বলা হয়, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারী/ঠিকাদার/ ব্যক্তি বিশেষকে এ ধরনের প্রতারনামূলক কাজ হতে বিরত থাকার জন্য এবং সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় এ দায় দায়িত্ব রেল কর্তৃপক্ষ বহন করবে না।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2