• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

প্রকাশিত: ২১:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।   

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ 

এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2