চারিদিকে সংস্কারের কথা শোনা গেলেও দেখা যাচ্ছে না: আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, চারিদিকে এখন শুধু সংস্কারের কথা শোনা গেলেও সংস্কার দেখা যাচ্ছে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, সংবিধান নিয়ে কিছু সংস্কার হলেও আর কোথাও সরকার কোন সংস্কার করছে না। ঠিক একইভাবে নদী নিয়ে সরকার কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ভারত অভিন্ন নদী নিয়ে বহুপক্ষীয় আলোচনায় বসতে চায় না। নিজের সুবিধা আদায়ের জন্য দেশটি সবসময় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করতে চায় বলে মন্তব্য করেন তিনি। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার জন্য সরকারকে আন্তর্জাতিক পানি কনভেনশন স্বাক্ষরের পরামর্শ দেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, ভারত যেভাবে আন্তঃনদী সংযোগ প্রকল্পে বাঁধ দিচ্ছে তা নিয়ে দেশটির অভ্যন্তরে অনেকেই বিরোধীতা করছে। তাদের সাথে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার পরামর্শও দেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে পানি বিশেষজ্ঞ এবং নদী রক্ষা আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: