• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি-পদায়ন

প্রকাশিত: ১৪:৪৪, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়। 

পদায়নকৃত কর্মকর্তারা হলেন— ডিএমপির পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস্‌ বিভাগ) মুঈদ মোহাম্মদ রুবেলকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) ও ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে আরেক আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে রমনা বিভাগের ধানমন্ডি জোনে ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে (ট্রাফিক) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে পদায়ন করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2