• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রাইভেটকার ও চুরি হওয়া টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:৪২, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
প্রাইভেটকার ও চুরি হওয়া টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামে অপরাধীদের শাস্তি এবং প্রাইভেটকার ও চুরি হওয়া টাকা উদ্ধারের দাবিতে মেট্রো স্কাই সিটির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির গাড়ি চালক ও এক কর্মচারী। 

রবিবার  (১২ অক্টোবর) সংবাদ সম্মেলনে মেট্রো স্কাই সিটির গাড়ি চালক মোহাম্মদ মোরশেদ ও স্টাফ উম্মে কুলসুম কেয়া অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর কাসেম ও মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান তাদের অফিসের একটি গাড়ি জোর করে নিয়ে গেছে।  গাড়িটি ফেরত চাওয়ায় জীবননাশের হুমকি ও নানা ভয়ভীতি দেখাচ্ছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, অফিসের আরেক স্টাফ কাসিমাতুন সুবাত মাহি অফিস থেকে জিনিসপত্র নিয়ে চুরি করে পালিয়ে যান। মেয়ের চাকুরির জন্য সুপারিশ করেছিলেন তার মা উম্মে কুলসুম কেয়া। সেই মা-ই এখন মেয়ের চুরি করে পালানো এবং নেতাদের সাথে যোগসাজগে প্রাইভেট কার লুটের ঘটনায় তিনি মেয়ের অপরাধেরও সুষ্ঠু বিচার চান। মা তার মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেননি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2