• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

আটক সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি

প্রকাশিত: ১৪:৫৭, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আটক সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি

ছবি: সংগৃহীত

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি করেছেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের নেতারা। তড়িঘড়ি করে আইসিটি আইন সংশোধন করে বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলে অভিমত তাদের। আটক সেনা কর্মকর্তারা ডিজিএফআই, এনএসআই কিংবা র‍্যাবে থাকতে অপরাধ করায় তার দায় সে সময়ের প্রধানমন্ত্রীর বলে দাবি করেন তারা। 

গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। এরমধ্যে বর্তমানে ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে আন্তর্জাতিক অপরাধ আইনে সেনা কর্মকর্তাদের বিচার হলে তারা ভবিষ্যতে পার পেয়ে যাবেন বলে দাবি করেছেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিচার সেনা আইনে করার দাবি করেন তারা। 

সেনাবাহিনীতে থাকতে নয়, ডিজিএফআই, এনএসআই কিংবা র‍্যাবে থাকতে তারা গুম-খুনের অপরাধ করেছে বলে দাবি করেন বক্তারা। তবে অন্য সংস্থায় থাকতে করা অপরাধের দায় সেনাবাহিনীর না হলে বিচার কেন সেনা আইনে করতে হবে-এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সাবেক এই সেনা কর্মকর্তারা। 

সেনাবাহিনী নিয়ে কোন গুজব না ছড়ানোর আহ্বান জানান বক্তারা। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2