• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় ২ ছাত্রদল নেতা নিহত, এলাকায় শোকের ছায়া

প্রকাশিত: ১৮:১৫, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:২৭, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় ২ ছাত্রদল নেতা নিহত, এলাকায় শোকের ছায়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় দুই ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন মুজিবুল হক দূর্জয় (৩২)। 

নিহত রোমান মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে ও দূর্জয় পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুই বন্ধুর মৃত্যুতে মাদারীপুরের বাড়িতে বইছে শোকের মাতম।

জানা যায়, ছাত্রদলের দুই নেতা রোমান ও দূর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্য ঢাকা যায়। মোটরসাইকেল মেরামত করে মোটরসাইকেল যোগে তারা শিবচর ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় একটি কাভার্ডভ্যান পিছন থেকে তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারি শুরু হয়।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানিয়েছেন, নিহত দুই যুবক একে অপরের বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে সম্পন্ন হয়েছে এবং মুজিবুল হক দূর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2