• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রেলে এনআইডি যার, টিকিট তার নীতি চালু হচ্ছে সিলেট 

সিলেট ব্যুরো

প্রকাশিত: ১৬:৩২, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রেলে এনআইডি যার, টিকিট তার নীতি চালু হচ্ছে সিলেট 

ফাইল ছবি

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালু করে  সিলেটের যোগাযোগ খাতে চলমান সংকট মোকাবেলা করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সিলেট রেলওয়ে ষ্টেশনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। 

মাত্র কয়েক মিনিটে অনলাইনে টিকিট কেটে নেওয়া কোনো সিন্ডিকেটের কারসাজি কী না সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক সারওয়ার আলম।

যাত্রী হয়রানী, টিকেট কালোবাজারী, ট্রেন ও বগি সংকটসহ রেলওয়ের নানা অনিয়ম দুর্নীতির নানা অভিযোগে জর্জরিত সিলেট রেলওয়ে ষ্টেশনে পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদেরকে বলেন, টিকেট কালোবাজারির দৌরাত্ম কমাতে  এখন থেকে এনআইডি কার্ড যার, টিকেট তার এই পদ্ধতি চালু করা হবে।

এছাড়াও রেলওয়ে এলাকায় সব ধরনের অবৈধ স্থাপনা, অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ গাড়ির ষ্ট্যান্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণের জন্য রেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2