মিরপুরে আগুন: ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের ‘বিশেষ’ টিম

ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নেভেনি। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া উড়ছে। এদিকে, ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকেই স্বজনরা ছবি নিয়ে নিখোঁজদের খুঁজছেন। অনেকে ছোটাছুটি করছেন হাসপাতাল থেকে ঘটনাস্থলে। কেউবা রাস্তায় বসে আহাজারি করছেন। প্রিয়জনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় শাহ আলম কেমিক্যাল ও পোশাক কারখানার মালিককে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা। কারো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তারা। অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে সেটির বিষয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তাদের।
এদিকে, ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে সিআইডি। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আছে, তবে এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। কেমিক্যালের আগুন কিছুটা জটিল। তাই সময় নিয়ে কাজ করতে হচ্ছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: