ধানের শীষে ভোট চেয়ে সদরঘাট-নবাববাড়ি এলাকায় মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে মিছিলটি অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ নভেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদরঘাট ওভারব্রিজ টার্মিনাল পাটুয়াটুলি ওয়াইজঘাট ইসলামপুর নবাব বাড়ি প্রদক্ষিণ করে।
মিছিলটির নেতৃত্ব দেন কোতয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন সোবহান। মিছিলে উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হাজী আফজাল হোসেন লিটন, ৩৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রবিন নন্দী বাবুসোনা এবং কোতয়ালী থানা যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হালিম ডাকুয়াসহ ৩৭/৩৬ নং ওয়ার্ড যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভি/এজেড




মন্তব্য করুন: