• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

‘তামাকজাত পণ্যের কর কাঠামোতে বেশকিছু ফাঁক রয়েছে’

প্রকাশিত: ১৪:৪৪, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘তামাকজাত পণ্যের কর কাঠামোতে বেশকিছু ফাঁক রয়েছে’

ফাইল ছবি

তামাকজাত পণ্যের কর কাঠামোতে বেশকিছু ফাঁক রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।  

আলোচনায় বক্তারা বলেন, তামাকজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার কমানো দরকার। কিন্তু সরকারের কোনো ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি রয়েছে। বলেন, তামাক নিয়ন্ত্রণে জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড যে কর কাঠামো করেছে তাতে তামাকজাত কোম্পানির মুনাফা বাড়ছে। হোসেন জিল্লুর রহমান বলেন, বিদ্যমান ব্যবস্থাপনায় সরকারের রাজস্ব যা বাড়বে তার চেয়ে বেশি বাড়বে কোম্পানির আয়-মুনাফা।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2