• NEWS PORTAL

  • সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন 

প্রকাশিত: ১৯:১৮, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন 

ছবি: সংগৃহীত

প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারের আবাসিক ভবনের আগুন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন নেভানোর কাজে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট নিয়োজিত ছিলো। ইউনিটগুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।

এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, পরে আরও তিনটি ইউনিট পৌঁছায়।

 

বিভি/এসজি

মন্তব্য করুন: